চাঁদপুরে গোয়েন্দা অভিযানে মাদকসহ আটক ১

চাঁদপুরে ডিবি পুলিশের অভিযানে শনিবার ৩০ এপ্রিল বিকাল পৌনে ৪ টায় চাঁদপুর সদর উপজেলার পশ্চিম কুমারডুগি এলাকায় ১৬৫ পিস ইয়াবাসহ ১ জনকে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তি উপজেলার দক্ষিণ দাসদি গ্রামের সোলায়সান পাটোয়ারীর ছেলে মোঃ বিল্লাল হোসেন (২৮)।

চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) খন্দকার ইসমাইলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে। সে চাঁদপুর টেকনিক্যাল এলাকার আর্শাদ মিজি ও শাহাতলির বিল্লাল মেম্বারের নিকট থেকে মাদক ক্রয় করে। আর্শাদ একজন বড় মাপের মাদক ব্যবসায়ি সে ডিবির অভিযানে টেকনিক্যাল থেকে শাহাতলি তার আত্মীয় বিল্লাল মেম্বারের নিকট গিয়ে দুজনে পার্টনার শীপে ব্যবসা করতেছে।

রোববার তাকে বিশেষ আদালতে হাজির, করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করে।

আনোয়ারুল হক[/author]

: আপডেট ১১:২৪ পিএম, ০১ মে ২০১৬, রোববার
ডিএইচ

Share