চাঁদপুরে গোয়েন্দা অভিযানে ইয়াবাসহ যুবক আটক

চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১১২ পিস ইয়াবাসহ রোববার (২৫ জুলাই) রাত সাড়ে ১১ টায় ছালেহ আকরাম রাসেল (২৮) কে আটক করা হয়।

গোয়েন্দা সূত্রে জানা যায়, উপ-পরিদর্শক (এসআই) খন্দকার মো. ইসমাইল সঙ্গীয় ফোর্স নিয়ে চক্ষু হাসপাতালের সামনে শেরে বাংলা ছাত্রাবাসের রাস্তা থেকে ইয়াবা বিক্রিকালে রাসেলকে আটক করাহয়।’

আটককৃত রাসেল আদর্শ মুসলিম পাড়া বিপনিবাগ আব্দুল খালেক চৌধুরির ছেলে।

উপ-পরিদর্শক (এসআই) খন্দকার মো. ইসমাইল চাঁদপুর টাইসমকে জানান, ‘রোজার মধ্যে ৬০ পিস ইয়াবাসহ আটক করে জেল হাজতে প্রেরণ করিলে সে জামিনে এসে পূণরায় মাদক ব্যবসা চালু করে দেয়।’

ইস্টাফ করেসপন্ডেন্ড ।। আপডেট ০১১:২৫ পিএম,২৪ জুলাই ২০১৬,সোমবার
এইউ

Share