Home / চাঁদপুর / চাঁদপুরে গুলিতে যুবক, গণপিটুনিতে পুলিশ, চেয়ারম্যান সেলিম-ছেলে নিহত
পুলিশ

চাঁদপুরে গুলিতে যুবক, গণপিটুনিতে পুলিশ, চেয়ারম্যান সেলিম-ছেলে নিহত

চাঁদপুরের ফরিদগঞ্জ থানার সামনে পুলিশের গুলিতে এক যুবক প্রাণ হারিয়ে। অন্যদিকে কচুয়া উপজেলায় গণপিটুনিতে থানার সেকেন্ড অফিসার মামুন এবং চাঁদপুর সদরে বহুল আলোচিত বালু সেলিম ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খান মারা গেছেন।

৫আগস্ট বিকেল সাড়ে ৫টায় ফরিদগঞ্জে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে এলে থানার সামনে পুলিশের সাথে হট্টগোল বেজে যায় । এ সময় পুলিশের গুলিতে শাহাদাত হোসেন (২০)নামে এক যুবক মারা যায়। নিহত যুবকের বাড়ি পার্শ্ববর্তী রায়পুর উপজেলায়।

কচুয়া উপজেলায় বিকেল সাড়ে ৪টায় বিক্ষোভকারীরা থানায় ইট পাটকেল ছুড়লে বহুল আলোচিত ডিবি মামুন নামে খ্যাত ওই থানার বর্তমান সেকেন্ড অফিসার তাদের উপর হামলা করে। এ সময় গণপিটুনিতে ডিবি মামুন মারা যায়।

ছিঁচকে চোর থেকে হাজার কোটি টাকার মালিক বালু সেলিম ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খান গণপিটুনিতে মারা গেছেন । সন্ধ্যার সময় তাদের গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় চাঁদপুর সদর উপজেলার বাগাদী এলাকায় তারা গণপিটুনির শিকার হন। বিক্ষুদ্ধরা তাদের গাড়িতে আগুন ধরিয়ে দেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়নে চাঁদপুরের রাস্তা নেমে আসে লাখো জনতা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহর গ্রাম অঞ্চলের রাস্তাঘাট। নারী-পুরুষ আবাল বৃদ্ধ বণিতা সবাই বিজয়ের চিহ্ন দেখায়।
অনেকেই বাড়ির বারান্দায় দাঁড়িয়ে উল্লাস কারীদের হাত নেড়ে একাত্মক পোষণ করছেন।

বিকাল পাঁচটায় সেনাবাহিনীর একটি বহর শহরে প্রবেশ করে। শহরের জেলা প্রশাসক কার্যালয়ে সামনে আসলে হাজার হাজার জনতা জাতীয় পতাকা নিয়ে তাদেরকে স্বাগত জানায়। এ সময়ে গাড়িবহরে থাকা অফিসার ও সৈনিকরা আমজনতার সাথে করমর্দন করতে করতে এগিয়ে যান।

স্টাফ করেসপন্ডেট, ৫ আগস্ট ২০২৪