চাঁদপুরে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

চাঁদপুরে নিজ বাড়ির পাশের তাল গাছ থেকে পড়ে কালু গাজী (৪৮) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার সকালে সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত কালু গাজী সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃতঃ আব্দুর রশিদের ছেলে। মৃত্যুকালে তার ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে।

ছেলে নয়ন গাজী জানান, আমার পিতা বাড়ির পাশে তাল গাছ থেকে তাল পাড়তে উঠেন। হঠাৎ তিনি গাছ থেকে পড়ে যান এবং বাম পা ভেঙ্গে যায়। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই উপ-পরিদর্শক মোঃ মজিবুর রহমান লাশের সুরাহতাল করেন।

হাসপাতালের কর্ততব্যররত চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল জানান, চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তবে গাছ থেকে পড়ে তার পা ভেঙ্গে গেছে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া বলেন, লাশের সুরাহতাল করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য এডিএম আবেদন করা হয়েছে। পরবর্তীতে সিদ্ধান্তের পর ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ১২ মে ২০২৫