চাঁদপুরে গাছ কাটার সময় গায়ে পড়ে রহিম বেপারী (৬০) নামের এক গাছ ব্যবসায়ী বৃদ্ধের করুন মৃত্যু হয়েছে।
৮ নভেম্বর বুধবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের চরফতেজংপুর গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রহিম বেপারী ওই বাড়ির মৃত সৈয়দ আহম্মেদ বেপারীর ছেলে।
নিহতের শ্যালক নুরু ঢালী জানান, রহিম বেপারী দীর্ঘ ৩০/৩৫ বছর ধরে এলাকায় গাছের ব্যবসা করে আসছেন। সেই সুবাদে তিনি পার্শ্ববর্তী গ্রামে একটি কদম গাছ ক্রয় করেন। ঘটনার দিন সকালে নরু ঢালী এবং তার বোনের জামাই নিহত রহিম বেপারী ওই কদম গাছ কাটতে যান। গাছ কাটা শেষে যখন কদম গাছটি মাটিতে পড়বে ওই মূহুর্তে রহিম বেপারীকে সরে যেতে বললে তিনি গাছের পড়ার স্থান দিয়েই দৌড় দেন। এতে দুর্ভাগ্যবশত ওই গাছটি রহিম বেপারীর গায়ে পড়লে, তিনি মাথায় প্রচন্ড আঘাত পেয়ে গুরুতর ভাবে আহত হন। নুরু ঢালীসহ অন্যান্যরা তাকে তাৎক্ষণিক সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক বিপ্লব দাস তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের লোকজন ধারনা করছেন নদীপথেই রহিম বেপারীর মৃত্যু হয়েছে।
এদিকে এমন মৃত্যুর বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ চাঁদপুর মডেল থানা পুলিশকে অবগত করলে। পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রির্পোট তৈরি করে থানায় নিয়ে যায়।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ৯ নভেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur