চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়েনে এক বস্তা গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে চান্দ্রা ইউনিয়েনের পশ্চিম বাখরপুর গাজী স্কুলের সামনে এই মাদক ব্যবসায়ী মনির গাজী (৩৮) ও শরিফ গাজী (৩৫) কে গাঁজাসহ স্থানীয়রা আটকরে পুলিশে দেয়।
ইউপি চেয়ারম্যান খান জাহান আলী পাটোয়ারী বলেন,বাখরপুর গাজী স্কুলের সামনে স্থানীয়রা একবস্তা গাঁজাসহ দুইজনকে আটকে করে। বস্তায় ২৫ কেজির মত গাঁজা রয়েছে। পরে আমি চাঁদপুর মডেল থানায় খবর দিলে পুলিশ এসে আটক করে নিয়ে যায়।
থানার এসআই পলাশ বড়ুয়াা জানায়, আটক দু’জন ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা গ্রামের বাসিন্দা। আটককৃতদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে আটক মামলা দায়ের করা হয়েছে।
প্রতিবেদক:শরীফুল ইসলাম,৯ এপ্রিল ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur