Home / চাঁদপুর / চাঁদপুরে গরীব ৩০ শিশু পেল রঙ্গিন জামা
চাঁদপুরে গরীব ৩০ শিশু পেল রঙ্গিন জামা

চাঁদপুরে গরীব ৩০ শিশু পেল রঙ্গিন জামা

প্রথম আলো চাঁদপুর বন্ধুসভার সদস্যরা অসহায় ও গরীব ৩০ শিশুকে নিজেদের টাকায় কিনে দিয়েছেন রঙ্গিন জামা । আজ বুধবার দুপুরে শহরের বড়স্টেশন এলাকায় এসব শিশুদের মাঝে বন্ধুসভার সদস্যরা নতুন জামা তুলে দেন।

চাঁদপুর বন্ধুসভার সহসভাপতি আইভি রহমানের নেৃতত্বে এ সময় বন্ধুসভার আরও ২০জন সদস্য ও প্রথম আলো চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ উপস্থিত ছিলেন।

করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ১০ পিএম, ১৪ জুন ২০১৭, বুধবার
ডিএইচ

Leave a Reply