Home / চাঁদপুর / গভীর রাতে ফোন দেওয়া সেই ‘জিনের বাদশা’ আটক
গভীর

গভীর রাতে ফোন দেওয়া সেই ‘জিনের বাদশা’ আটক

মোবাইল ফোনে জিনের বাদশা পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করে আসছে একটি চক্র। এই চক্রের সদস্যরা সাধারণ মানুষকে টার্গেট করে গভীর রাতে মোবাইল ফোনে কল দিয়ে থাকে। পরে কৌশলে বিভিন্ন কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করে থাকে।

এমন এক প্রতারক গাইবান্ধা জেলার জিনের বাদশা বুলবুলকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

১০ জানুয়ারি মঙ্গলবার দুপুরে তাকে চাঁদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। সোমবার বিকালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সামনের সরকারি কেজি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হেলাল উদ্দিন তাকে গ্রেফতার করেন।

পুলিশ জানায়, সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের দেলোয়ার গাজীকে ৩ জানুয়ারি গভীর রাতে জিনের বাদশা পরিচয়ে ফোন করেন। পরে নামাজ আদায় করেছে কিনা তার কাছে জানতে চায়। স্বর্ণালংকার, ধন-সম্পদ পাবে বলে মসজিদের জন্য জায়নামাজ দেওয়ার কথা বলে ৫ জানুয়ারি বিকাশে ৫ হাজার টাকা দেয় দেলোয়ার। পরে ৮ জানুয়ারি আবার ৩ হাজার ৩৩৩ জন জিনকে সৌদি আরবের মিষ্টি খাওয়াবে বলে ৬০ হাজার টাকা নেয়। পরে ৯ তারিখ মিষ্টির জন্য আরও টাকা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সামনের ১২৫নং সরকারি কেজি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে নিতে আসলে কৌশলে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, জিনরা কখনো কারো মোবাইল ফোনে কল দিতে পারে না। একটি চক্র সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে নগদ টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে যাচ্ছে। তাই আপনারা কেউ প্রতারিত হবেন না। সবাইকে সচেতন হতে হবে। এ ধরনের ঘটনা ঘটলে আপনারা চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে বিষয়টি অবহিত করবেন। বুলবুলের বিরুদ্ধে মামলা হয়েছে।

স্টাফ করেসপন্ডেট, ১১ জানুয়ারি ২০২৩