চাঁদপুর

চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় আরো ১৪ জনের করোনা শনাক্ত

চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় আরো ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৯ জুন সোমবার সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানানো হয়েছে। সূত্র জানায় এদিন ৪৮টি রিপোর্ট আসে। এর মধ্যে ১৪টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকীগুলো নেগেটিভ।

এর মধ্যে চাঁদপুর সদরের ৩জন, কচুয়ার ৫জন, শাহরাস্তির ৪জন, হাজীগঞ্জের ১জন ও ফরিদগঞ্জের মৃত ১জন। ফরিদগঞ্জে করোনা শনাক্তকৃত ব্যক্তি কাছিয়ারার দুলাল রাজা (৭০) ইতিপূর্বে উপসর্গে মারা গেছেন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫৬। আর মৃত বেড়ে হলো ৫৭জন।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৮৫৬ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৩২১ জন, শাহরাস্তিতে ৯৭ জন, মতলব দক্ষিণে ৯৫ জন, হাজীগঞ্জে ৮৮ জন, ফরিদগঞ্জে ৮৪ জন, হাইমচরে ৬৯ জন, মতলব উত্তরে ৬২ জন ও কচুয়ায় ৪০ জন।

জেলায় মোট ৫৭ জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : হাজীগঞ্জে ১৬ জন, চাঁদপুর সদরে ১৫ জন, মতলব উত্তরে ৮ জন, ফরিদগঞ্জে ৭ জন, কচুয়ায় ৫ জন, শাহরাস্তিতে ৪ জন ও মতলব দক্ষিণে ২ জন।

স্টাফ করেসপন্ডেন্ট, ২৯ জুন ২০২০

Share