Home / চাঁদপুর / চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় আরো ১৪ জনের করোনা শনাক্ত
চাঁদপুরে গত ২৪ ঘণ্টায়

চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় আরো ১৪ জনের করোনা শনাক্ত

চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় আরো ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৯ জুন সোমবার সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানানো হয়েছে। সূত্র জানায় এদিন ৪৮টি রিপোর্ট আসে। এর মধ্যে ১৪টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকীগুলো নেগেটিভ।

এর মধ্যে চাঁদপুর সদরের ৩জন, কচুয়ার ৫জন, শাহরাস্তির ৪জন, হাজীগঞ্জের ১জন ও ফরিদগঞ্জের মৃত ১জন। ফরিদগঞ্জে করোনা শনাক্তকৃত ব্যক্তি কাছিয়ারার দুলাল রাজা (৭০) ইতিপূর্বে উপসর্গে মারা গেছেন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫৬। আর মৃত বেড়ে হলো ৫৭জন।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৮৫৬ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৩২১ জন, শাহরাস্তিতে ৯৭ জন, মতলব দক্ষিণে ৯৫ জন, হাজীগঞ্জে ৮৮ জন, ফরিদগঞ্জে ৮৪ জন, হাইমচরে ৬৯ জন, মতলব উত্তরে ৬২ জন ও কচুয়ায় ৪০ জন।

জেলায় মোট ৫৭ জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : হাজীগঞ্জে ১৬ জন, চাঁদপুর সদরে ১৫ জন, মতলব উত্তরে ৮ জন, ফরিদগঞ্জে ৭ জন, কচুয়ায় ৫ জন, শাহরাস্তিতে ৪ জন ও মতলব দক্ষিণে ২ জন।

স্টাফ করেসপন্ডেন্ট, ২৯ জুন ২০২০