চাঁদপুর

চাঁদপুরে শিক্ষার্থীদের নিয়ে নিসচা’র সচেতনতা মূলক সভা

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে এসেম্বলির পর নিসচা’র সংগঠনের উদ্যোগে মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টা সড়কে নিরাপদ চলতে শিক্ষার্থীদের সাথে সচেতনতা মূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

এ আলোচনা পরে সংগঠনের সকল সদস্যগণ পথচারী ও গাড়ী চালক এবং যাত্রীদের মাঝে নিরাপদ সড়কে চলাচলের দিক নির্দেশনা মূলক লিফলেট বিতরণ করা হয়।

চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ হোসেনের সভাপ্রধান আলোচনা পর্বে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি এম এ লতিফ, সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, সহ-সভাপতি মাওঃ মুহাম্মদ আবদুর রহমান গাজী, সাংকৃতিক বিষয়ক সম্পাদক নাহিদা সুলতানা সেতু, সদস্য মোহাম্মদ কামরুল হাছান।

নিসচা’র জেলা সাংগঠনিক সম্পাদক মুসাদ্দেক আল আকিবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম আকাশ, দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান লিটন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রবৃন্দ।

বক্তরা বলেন, ‘চিত্র নায়ক ইলিয়াছ কাঞ্চন ২৪ বছর ধরে নিরাপদ সড়ক চাই এ নামে আন্দোলন করছেন। এ আন্দোলন বাংলাদেশে গণমানুষের দাবীতে পরিণতি হয়েছে। এখন সড়ক নিরাপদ করতে আমাদের সকলের সচেতন হতে হবে। বক্তরা আরো বলেন, রাস্তায় পাঁয় হেটে চললে ডান দিকে হাটতে। আর যানবাহন থেকে নামতে বা উঠতে বাম পাশ ব্যবহার করতে। আটো রিস্কা বিপরীত দিক থেকে ডেকে না থামানো। রাস্তা পারাপারে জেব্রা চিহৃ দেখে পারাপার হতে। আমরা সকলে ছোট খাট নিয়মগুলো পালন করলে একদিন সড়ক নিরাপদ হবে।’

প্রতিবেদক:আনোয়ারুল হক

Share