চাঁদপুরে গণফোরামের কর্মী সমাবেশ

চাঁদপুর জেলা গণফোরামের কর্মী সমাবেশ শনিবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোশতাক আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ ব্যাকের কোটি কোটি টাকা দুর্নীতির মাধ্যমে বিদেশে লুট হয়ে গেছে। এর জন্যে দায়ী অতীতের লুট করা টাকার কোনো বিচার না হওয়া।

তিনি আরও বলেন, অতীতে সরকার যদি হলমার্ক, বিসমিল্লাহ গ্রুপ, বেসিক ব্যাংকসহ শেয়ার বাজার লুটের ঘটনার সঠিক বিচারের উদ্যোগ নিতো, তবে বাংলাদেশ ব্যাংকের টাকা লুট করার সাহস তারা পেত না।

তিনি বলেন, অবিলম্বে সঠিকভাবে তদন্তের মাধ্যমে এর সাথে জড়িতদের শাস্তির আওতায় আনা হোক।

জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুর পরিচালনায় কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক খান ছিদ্দিকুর রহমান, জেলা সহ-সভাপতি খোকন পোদ্দার, রণজিত রায়, সাংগঠনিক সম্পাদক আজাদ হোসেন।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শহর কমিটির সভাপতি রুহুল আমিন হাওলাদার, যুগ্ম সম্পাদক বাসুদেব মজুমদার, মহিলা গণফোরামের সভাপতি জেসমিন আক্তার, সাধারণ সম্পদক শিল্পী বেগম, যুব গণফোরামের সাধারণ সম্পাদক হাজী আশ্রাফ বাবু সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শ্রমিক ফোরামের সাধারণ সম্পাদক শহীদ বকাউল।

সভায় জেলা গণফোরামের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

||আপডেট: ০৭:১৭ অপরাহ্ন, ১৯ মার্চ ২০১৬, শনিবার

এমআরআর

Share