চাঁদপুরে গণপ্রকৌশল দিবস এবং ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ৮ নভেম্বর মঙ্গলবার দুপুরে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) চাঁদপুর জেলা শাখার আয়েজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
শহরের ষোলঘরস্থ আইডিইবি জেলা কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির অধ্যক্ষ প্রকৌশলী মো. সাকাওয়াৎ আলী। আইডিইবি চাঁদপুর জেলা শাখার সভাপতি ওয়াহিদুর রহমান ভুঁইয়ার সভাপতিত্ব ও যুগ্ম সম্পাদক মো. আলী নুরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা।
পরে আইডিইবি জেলা কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে। শোভাযাত্রায় আইডিইবি প্রকৌশলী, শিক্ষক-শিক্ষিকা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ৮ নভেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur