চাঁদপুরে গণতান্ত্রিক ঐক্য পরিষদের প্যানেল পরিচিতি ও মতবিনিময়

চাঁদপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন ২০১৮ বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার প্রত্যয়ে প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গনতান্ত্রিক ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার আয়োজনে সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

বক্তব্যে তিনি বলেন, আপনারা যারা সিনেট সদস্য চাঁদপুরে আছেন, চাঁদপুরে যারা গণতান্ত্রিক ঐক্য পরিষদের সদস্য রয়েছেন, তাদের আন্তরিকতার কারণে ঢাকা থেকে আমরা চাঁদপুর আসতে পেরেছি। সিনেটের এ নির্বাচন আগামিতে জাতীয় নির্বাচনকে এগিয়ে নিয়ে যাবে। প্রত্যেকে যথাসময়ে ভোটের দিন ভোটকেন্দ্রে এসে আপনাদের মূল্যবান ভোটটি গণতান্ত্রিক ঐক্য পরিষদ প্যানেলকে ভোট দিয়ে যাবেন।

গণতান্ত্রিক ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার আহবায়ক অ্যাড. জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব ইফতেখারুল আলম মাসুমের পরিচালনায় বক্তব্য রাখেন, এনআরবি গেøাবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী, পাটওয়ারী, স্বাধীনতা পদকপ্রাক্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল মতিন মিয়া, গণতান্ত্রিক ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী অধ্যাপক হাসান আলী, চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হোসেন খান।

এসময় উপস্থিত ছিলেন, ঢাবি প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, ঢাবি শিক্ষক সমিতি ও প্রভোট মহসিন হল ঢাবির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া, ঢাবি ভূতত্ত¡ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আক্তার, চাঁদপুর পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর সরকারি কলেজের অধ্যাপক আলমগীর হোসেন বাহার, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যাপিকা মাসুদা নুর খান প্রমুখ।

প্রতিবেদক- কবির হোসেন মিজি
: আপডেট, বাংলাদেশ সময় ১০:০০ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৭, রোববার
ডিএইচ

Share