আজ খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের সূচনা, আদর্শ ও দীর্ঘ পথচলার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সভায় বক্তারা বলেন, ১৯৮৯ সালের ৮ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দেশের বিশিষ্ট উলামায়ে কেরাম ও দ্বীনদার বুদ্ধিজীবিদের উপস্থিতিতে খেলাফত মজলিসের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি খেলাফত ভিত্তিক ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার ধারণাকে সামনে রেখে সামাজিক ও জাতীয় ইস্যুতে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
বক্তারা জানান, সংগঠনটি বিশ্বাস করে—খেলাফতভিত্তিক শাসনব্যবস্থা মানুষের ইহকালীন ও পরকালীন কল্যাণে সমানভাবে কার্যকর হতে পারে, যেখানে ব্যক্তি–পরিবার–সমাজ–রাষ্ট্র সর্বক্ষেত্রে ন্যায়, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে। এতে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বৈষম্য নয়, বরং মজলুমের পক্ষে ও জালিমের বিরুদ্ধে ন্যায়বিচারই হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি।
শহর সভাপতি মাওলানা সুলতান আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সভাপতি ও চাঁদপুর তিন সংসদীয় আসনের দেওয়াল ঘড়ির প্রার্থী তোফায়েল আহমদ।
শহর সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, সহ সাধারণ সম্পাদক ফারুক মুহাম্মদ নোয়াইম, আব্দুল হামিদ, মাওলানা মিজানুর রহমান, আলমগীর হোসেন,আনিসুর রহমান প্রমুখ।
আলোচনায় আরও বলা হয়, দীর্ঘ ৩৫ বছরের পথচলায় খেলাফত মজলিস দেশের আলেম-উলামা, দ্বীনদার বুদ্ধিজীবি, পেশাজীবি, শ্রমজীবি এবং সাধারণ মানুষের একটি প্রতিনিধিত্বশীল সংগঠনে পরিণত হয়েছে। ৭ দফা মূল কর্মসূচি ও ২৫ দফা অঙ্গীকার সামনে রেখে বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে সংগঠনটি।
শেষে মরহুমদের রুহের মাগফিরাত, দেশ, জাতি ও মানবতার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
চাঁদপুর জেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ, স্থানীয় উলামা, সদস্য ও শুভানুধ্যায়ীরা আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নেন।
স্টাফ করেসপন্ডেট/
৮ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur