চাঁদপুর

চাঁদপুরে ৭৯ কোটি ১৬ লাখ টাকা ঋণ খেলাপী

চাঁদপুরের ব্যাংকগুলোতে এপ্রিল ২০১৭ পর্যন্ত খেলাপী ঋণের পরিমাণ ৭৯ কোটি টাকা ১৬ লাখ টাকা। জেলার সকল সোনালী ,জনতা.অগ্রণী , কৃষি,কর্মসংস্থান,রূপালী ও বেসিক ব্যাংকে ওই টাকা মেয়াদোত্তীর্ণ হিসেবে পড়ে আছে ।

সংশ্লিষ্ট ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সূত্র মতে,সোনালী ব্যাংকের ২০ শাখায় মেয়াদোত্তীর্ণ ঋণের পরিমাণ হচ্ছে ২২ কোটি ২৫ লাখ ৭৫হাজার টাকা, অগ্রণী ব্যাংকের ২০ শাখায় মেয়াদোত্তীর্ণ ঋণের পরিমাণ হচ্ছে ২৩ কোটি ৫৪ লাখ ৫১ হাজার টাকা ,জনতা ব্যাংকের ১৫ শাখায় মেয়াদোত্তীর্ণ ঋণের পরিমাণ হচ্ছে ৫ লাখ ২০ হাজার টাকা ,কৃষি ব্যাংকের ২৮ শাখায় মেয়াদোত্তীর্ণ ঋণের পরিমাণ হচ্ছে ২৫ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকা ।

এছাড়াও কর্মসংস্থান ব্যাংকের ৪ শাখায় মেয়াদোত্তীর্ণ ঋণের পরিমাণ হচ্ছে ১ কোটি ৫৮ লাখ ৭২ হাজার টাকা , রূপালী ব্যাংকের মেয়াদোত্তীর্ণ ঋণের পরিমাণ হচ্ছে ১০ লাখ ২১ হাজার টাকা এবং বেসিক ব্যাংকের মেয়াদোত্তীর্ণ ঋণের পরিমাণ হচ্ছে ৬৬ লাখ ৯ হাজার টাকা । এ ছাড়াও জেলায় অবস্থিত বেশ ক’টি বেসরকারি ব্যাংকে ১৪ লাখ ৬৭ হাজার টাকা ।

অর্থমন্ত্রীর সংসদে দেয়া তথ্য মতে, সারা দেশে ৪১ হাজার ৪২৩ কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে। দেশেরে ৫৫ ব্যাংকে ব্যক্তি ও প্রতষ্ঠিান মিলিয়ে বতমানে ২ লাখ ২ হাজার ৬২৩ জন খেলাপি রয়েছে।

এদিকে চলতি ২০১৬-১৭ র্অথবছররে জুলাই থকেে র্মাচ র্পযন্ত সরকারি মালকিানাধীন ৮ ব্যাংকরে খলোপি ঋণরে পরমিাণ ৪১ হাজার ৪২৩ কোটি টাকা। মার্চ পর্যন্ত খলোপি ঋণ আদায় হয়েছে ৩ হাজার ১৫২ কোটি টাকা।

প্রতিবেদক : আবদুল গনি
আপডেট,বাংলাদেশ সময় ৩:১৫ পিএম,২৩ জুন ২০১৭,শুক্রবার

ডিএইচ

Share