চাঁদপুরে খাবারে ক্ষতিকর দ্রব্য ব্যবহার, লাখ টাকা জরিমানা

চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড স্বর্ণ খোলা এলাকায় খাবার দ্রব্যে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহার করায় কারখানা মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্রগ্রামের বিভাগীয় কার্জালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জরিমানার এ আদেশ দে।

অভিযানে অংশ গ্রহণকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অসাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং খাবার দ্রব্যে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহার করার অপরাধে নিউ মুসলিম সুইটস এন্ড কনফেকশনারি মালিককে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অপরদিকে নিষিদ্ধ এনার্জি ড্রিংক রেড বুল পাওয়া এবং বিদেশি পণ্যের আমদানিকারকের স্টিকার না থাকায় পিক এন্ড পে নামক প্রতিষ্ঠান মালিককে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠান দুটি পুনরায় এই ধরণের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

কৃষি সম্প্রসারণ চাঁদপুর জেলার অতিরিক্ত উপপরিচালক মো: সিরাজুল ইসলাম, জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা‌।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
২৪ ডিসেম্বর ২০২৫