চাঁদপুরে ‘কড়াই গোস্ত-রেস্তোরাঁ অ্যান্ড হায়দারাবাদ বিরিয়ানী’র উদ্বোধন

চাঁদপুর শহরের কুমিল্লা রোড় ডায়াবেটিক হাসপতালের সামনে ফিরোজা-হাফেজ শান্তি নিকেতনে মনোরম পরিবেশে ‘কড়াই গোস্ত রেস্তোরা অ্যান্ড হায়দারাবাদ বিরিয়ানী’র উদ্বোধন হয়েছে।

৩০ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় রেস্তোরাঁর উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন চাঁদপুর টাইমসের প্রকাশক ও সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, প্রধান বার্তা সম্পাদক এমএ আকিব, করেসপন্ডেট ইউছুফ, ব্যবসায়ী মো. আলী তালুকদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দকে অভ্যর্থনা জানান প্রতিষ্ঠানের পরিচালক মাকসুদুর রহমান তালুকদার।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইতুল কাদির জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদির।

প্রতিষ্ঠানের পরিচালক মাকসুদুর রহমান তালুকদার জানান, এখানে পরিষ্কার-পরিচ্ছন্ন ও রুচিশীল পরিবেশে উন্নত দেশীয় খাবার এবং বিরিয়ানী পরিবেশন করা হবে। তিনি আশা করেন প্রতিষ্ঠানটি শীঘ্রই ভোক্তাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে।

]আশিক বিন রহিম[/author]

 

||আপডেট: ০৮:১০  অপরাহ্ন, ২৯ মার্চ ২০১৬, মঙ্গলবার

চাঁদপুর টাইমস /এমআরআর

Share