চাঁদপুরে ক্লিনিং ক্যাম্পেইনে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি
“নিজ নিজ পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গুমুক্ত থাকুন” – এ শ্লোগানকে সামনে রেখে ক্লিনিং ক্যাম্পেইন ২০২৫-এর ২য় পর্ব শুরু হয়েছে। সোমবার (১৮ আগস্ট ) সকালে উপজেলা স্বাস্থ্য অফিস কার্যালয় প্রাঙ্গণ থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং মশার উৎপত্তিস্থল দূরীকরণের লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও ব্র্যাক। এতে সহযোগিতা করে যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিটের যুব সেচ্ছাসেবকরা।
কর্মসূচির উদ্বোধনীতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফয়সাল আহমেদসহ ব্র্যাক চাঁদপুরের কর্মকর্তারা। এছাড়া উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিটের যুব প্রতিনিধি ওমর বিন ইউসুফ চৌধুরী এবং সংগঠনের সকল সেচ্ছাসেবক।
ক্লিনিং ক্যাম্পেইনের অংশ হিসেবে যুব রেড ক্রিসেন্টের সেচ্ছাসেবকরা উপজেলা স্বাস্থ্য অফিস প্রাঙ্গণে চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন, আবর্জনা অপসারণ করেন এবং আবদ্ধ জলাশয় মুক্ত করেন। পাশাপাশি প্লাস্টিক, ডাবের খোসা, চিপসের প্যাকেটসহ বিভিন্ন বর্জ্য অপসারণ করা হয়।
এছাড়া চাঁদপুর সদরের বিটি রোড এলাকায় গৃহস্থালি পর্যায়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ভয়াবহতা এবং করণীয় বিষয়ে প্রচারণা চালানো হয়। এ সময় বাসিন্দাদের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং সবাইকে মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। ক্যাম্পেইনের মাধ্যমে আয়োজকরা আশা প্রকাশ করেন, জনসচেতনতা বৃদ্ধি পেলে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আসবে এবং চাঁদপুরসহ দেশের অন্যান্য অঞ্চলে এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব হবে।
নিজস্ব প্রতিবেদক/ ১৮ আগস্ট ২০২৫