তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া কর্মসূচী উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের ক্রীড়া উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১২ নভেম্বর (বুধবার) সকাল ১০টায় চাঁদপুর স্টেডিয়ামে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন।
দুপুর ১২টায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চাঁদপুর জেলা ক্রীড়া অফিসার মোঃ আফাজ উদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
তিনি তার বক্তব্যে বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদেরকে আমি সব সময় উৎসাহ প্রদান করে আসছি। তাদের পাশে থাকার চেষ্টা করে আসছি। বিশেষ করে অটিস্টিক শিশুদের জন্য সমাজের সকলের এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। তাঁদেরকে এই খেলাধুলার মাধ্যমে উৎসাহিত করে রাখতে হবে।
তিনি আরো বলেন, যারা আমরা সচেতন রয়েছি যারা আমরা বিত্তবান রয়েছি তারা সবাই এদের পাশে এসে দাড়ানো উচিত৷ বুদ্ধি প্রতিবন্ধীরা জাতীয় পর্যায়েও কয়েকবার পুরস্কার পেয়েছিলেন। তাই তাদের মধ্যে থাকা প্রতিভাকে ফুটিয়ে তুলে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সমাজসেবা অধিদপ্তর উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম।
এসময় প্রতিযোগিতায় বিজয়ী বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদেরকে পুরস্কার তুলে দেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রুশদীসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাইটিভির চাঁদপুর প্রতিনিধি মুনওয়ার কানন, জেলা বাক শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক হ্যাপি আক্তার, শিক্ষক সমির বাবু, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিমা রানী, সরকারি শিক্ষক আর্শেদা বেগমসহ শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা।
স্টাফ রিপোর্টার/
১২ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur