ক্যারিয়ার এইড, চাঁদপুরের উদ্যোগে ‘ক্যারিয়ার ডে ও জব ফেয়ার ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। ২৫ ডিসেম্বর বুধবার চাঁদপুর শহরের ড্যাফোডি কলেজ বাবুরহাট ক্যাম্পাসে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরান বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট মোঃ সোয়াইব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, চাঁদপুরের অধ্যক্ষ শিরিন আখতার, চাঁদপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মোঃ রেজাউল করিম রেজাসহ চাঁদপুরের স্বনামধন্য ব্যক্তিবর্গ।
ক্যারিয়ার ডে’ অংশে বিভিন্ন লার্নিং সেশন, ওয়ার্কশপ, প্রতিযোগিতা এবং ক্যারিয়ার গ্রুমিং এর মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ‘জব ফেয়ার’ অংশে চাঁদপুর জেলার বিভিন্ন কোম্পানি এবং প্রতিষ্ঠানের এইচ আর বৃন্দ তাদের দক্ষ কর্মী খুঁজতে আসে। প্রায় ১৫টি ভ্যাকেন্সির জন্য কর্মীর খোঁজা হয় এবং প্রার্থীরা আবেদনের সুযোগ পায়।
অনুষ্ঠানে পাবলিক স্পিকিং, জব গ্রুমিং, ফ্রিল্যান্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, সিভি রাইটিং, চক্ষু বিষয়ক সচেতনতা ইত্যাদি বিষয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়। এছাড়াও, বিভিন্ন এজেন্সি, কোম্পানি ও সার্ভিস সেন্টার চাকরির মেলায় অংশগ্রহণ করে চাকরিপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করে। অনেক চাকরিপ্রত্যাশী শিক্ষার্থী ও বেকার যুবক এই সুযোগ কাজে লাগিয়ে চাকরির জন্য আবেদন করেছে। চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিনশত শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশী এই আয়োজনে অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে কজন চাকরিপ্রার্থী অন স্পটে চাকরি পেয়েছেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, চাঁদপুরে প্রথমবারের মতো এ ধরনের আয়োজন একটি নতুন দিগন্তের সূচনা করেছে । এটি তরুণদের ক্যারিয়ার গঠনে সহায়তা করবে এবং চাঁদপুরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ক্যারিয়ার এইড চাঁদপুরের প্রতিষ্ঠাতা এবং সভাপতি মোঃ মেহেদী হাসান অপু উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে ক্যারিয়ার এইড চাঁদপুর সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। তিনি বলেন, “ক্যারিয়ার এইড চাঁদপুর চাঁদপুর জেলার একমাত্র দক্ষতা উন্নয়ন বিষয়ক সংগঠন। এটি অরাজনৈতিক এবং অলাভজনক হিসাবে কাজ করে যাচ্ছে। আমরা জেলার শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিজের বিভিন্ন হার্ড এবং সফট স্কিলস ডেভলপমেন্টে সহায়তা করি। ২০২১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রায় ১৭০০+ শিক্ষার্থী ক্যারিয়ার এইড চাঁদপুরের সাথে যুক্ত হয়েছে।পেয়েছে তাদের ক্যারিয়ার এর সঠিক দিক নির্দেশনা। তিনি আরও জানান, ক্যারিয়ার এইড চাঁদপুর ভবিষ্যতেও এধরনের আরও অনেক অনুষ্ঠান আয়োজন করবে।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ২৭ ডিসেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur