চাঁদপুরে ক্যান্সারে আক্রান্ত ১৩ রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে রোববার (১৯ নভেম্বর)দুপুরে সাড়ে ৬ লাখ টাকা অনুদানের চেক প্রদান করেছে জেলা সমাজ সেবা কার্যালয়।
সমাজসেবা অধিদপ্তরের ২০১৭-১৮ অর্থ বছরের ক্যান্সার, কিডনী, লিভার সিরোসস রোগীর আর্থিক সহায়তা কর্মসূচি থেকে এ সহায়তা প্রদান করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্যান্সার আক্রান্তদের মাঝে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মন্ডল।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়শা আক্তার,জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল,চাঁদপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এএসএম দেলওয়ার হোসেন, সদর সার্কেল মো.আফজাল হোসেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার জানায়,ক্যান্সার আক্রান্তরা আমাদের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তর বরাবর সহযোগিতার জন্যে আবেদন করেন। সমাজসেবা অধিদপ্তর আবেদনকৃত ১৩ জনের ১ম কিস্তির চেক প্রেরণ করেন।
প্রতিবেদক :মাজহারুল ইসলাম অনিক
আপডেট, বাংলাদেশ সময় ৩:১০ পিএম,১৯ নভেম্বর ২০১৭,রোববার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur