Home / চাঁদপুর / চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১ মে.টন কেজি জাটকাসহ আটক ৫
jatka
প্রতীকী ছবি

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১ মে.টন কেজি জাটকাসহ আটক ৫

বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান চাঁদপুর কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১ মে.টন কেজি জাটকাসহ ৫ জন পাচারকারীকে আটক করা হয় এবং জাটকা বহনকারী পিকআপ জব্দ করা হয়।

সোমবার ১২ এপ্রিল দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে.কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ গোপন সংবাদের ভিত্তিতে স্টেশান কমান্ডার চাঁদপুর লে.এম আসাদুজ্জামান এর নেতৃত্বে চাঁদপুর গাছতলা ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে একটি পিকআপ (নং-১৫-২৯০৭) থেকে ৫ জন পাচারকারীসহ আনুমানিক ১ মে.টন কেজি জাটকা জব্দ করা হয়।

উক্ত অভিযানে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো.ফারুক আহম্মেদ ও নিবার্হী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম উপস্থিত ছিলেন।

পরবর্তীতে জাটকাসমূহ স্থানীয় এতিমখানা ও গরীবদুস্থর মাঝে বিতরণ করা হয় এবং জাটকা বহনকারী পিকআপটি নিবার্হী ম্যাজিস্ট্রেট কর্তৃক পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্টেশান কমান্ডার চাঁদপুরের তত্বাবধানে রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়।

তিনি আরও বলেন,‘ বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ,ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ,জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

বাতা কক্ষ, ১২ এপ্রিল ২০২১

এজি