চাঁদপুরে শীতার্তদের মাঝে কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে মাঝে রোববার (২২ জানুয়ারি) দুপুরে কোস্টগার্ড কার্যালয়ে কম্বল বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে কম্বল তুলে দেন বাংলাদেশ কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট ডা. আফরোজা আওরঙ্গজেব।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়াল এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম শাহীন সহ কোস্টগার্ডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রতিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ২০ এএম, ২৩ জানুয়ারি ২০১৭, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur