চাঁদপুর কোস্টগার্ডের অভিযানে পিকআপ ভ্যান বোঝাই ১২ শ কেজি জাটকা মাছ সহ ৩ পাচারকারীকে আটক করা হয়েছে। ৩০ মার্চ সোমবার গভীর রাতে চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিনা ফেরি ঘাট এলাকা থেকে পিকআপ ভ্যানসহ তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, দুলাল মাঝি(৪৫),মতিন হোসেন(৩৯)ও জাহিদুল ইসলাম(২২)।
কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট আসাদুজ্জামানের নেতৃত্বে কোস্টগার্ডের সদস্যরা হরিনা ফেরিঘাট এলাকায় গোপনে অভিযান চালায়।
এ সময় পিকআপ ভ্যানে ১২ শ কেজি (৩০ মণ) জাটকা মাছ লোড করে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় কোস্টগার্ডের সদস্যরা তিনজনসহ মাছগুলো জব্দ করে।
জব্দকৃত মাছগুলো মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মঙ্গলবার দুপুরে স্থানীয় এতিমখানা ও গরীবদের মাঝে বিতরণ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মিশকাতুল ইসলাম কোস্টগার্ড স্টেশনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক তিনজনকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন। পরে তাদেরকে চাঁদপুর মডেল থানায় সোর্পদ করা হয়।
কবির হোসেন মিজি , ৩০ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur