চাঁদপুর

চাঁদপুরে কোস্টগার্ডের অভিযান : কারেন্ট জাল ও অবৈধ পলিথিন জব্দ

চাঁদপুর কোস্টগার্ড মেঘনা নদীতে অভিযান চালিয়ে শনিবার রাতে যাত্রীবাহী লঞ্চ থেকে নিষিদ্ধ পলিথিন ও কারেন্টজাল জব্দ করেছে।

স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট নুরুজ্জামান শেখ, (এক্স), বিএন-এর নেতৃত্বে চাঁদপুর কোস্টগার্ড সদস্য মো. মকবুল হোসেন, এসসিপিও (এক্স)-এর একটি অপারেশন দল চাঁদপুর মেঘনা মোহনায় অভিযান পরিচালনা করেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ এমভি মর্নিং সান-১ থেকে ৩শ’ কেজি অবৈধ পলিথিন ও ১ লাখ ৪২ হাজার ৮শ’ বর্গমিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

জব্দকৃত পলিথিন ও কারেন্ট জালের আনুমানিক মূল্য ২৯ লাখ ১ হাজার টাকা।

জব্দকৃত নিষিদ্ধ পলিথিন জেলা পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জাল মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।

স্টাফ করেসপন্ডেন্ট

|| আপডেট: ০৪:৩৬ পিএম,২৫ অক্টোবর ২০১৫, রোববার

 এমআরআর

Share