Home / চাঁদপুর / চাঁদপুরে কৃষি আবহাওয়া তথ্য উন্নতকরণ সেমিনার
কৃষি

চাঁদপুরে কৃষি আবহাওয়া তথ্য উন্নতকরণ সেমিনার

চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি আবহাওয়া তথ্য উন্নতকরণ প্রকল্পের আওতায় দিনব্যাপী রোভিং সেমিনার গতকাল মঙ্গলবার সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদের মিলানে মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: জালাল উদ্দিন।

এসময় তিনি বলেন, দেশের উন্নয়নে বড় অবদান কৃষকের। এই প্রশিক্ষণের মাধ্যমে আবহাওয়া তথ্যসহ কৃষি বিষয়ে বিভিন্ন সেবা পাওয়া যাবে।

জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ মুরাদুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম দেওয়ান নাজিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা,সদর উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার প্রমুখ।

অতিরিক্ত উপ পরিচালক ( পিপি) ড. আনিছুর রহমানের পরিচালনায় প্রশিক্ষক হিসেবে ছিলেন, সদর কৃষি সম্প্রসারণ অফিসার মো. নিজাম উদ্দিন, মতলব উত্তর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার পাভেল খান পাপ্পু, কচুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম লিটন , হাইমচর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাকিবুল হাসান শরীফ।

এ সময় উপস্থিত ছিলেন,জেলার বিভিন্ন ইউনিয়ন দুই শতাধিক কৃষক এবং উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্রতিবেদক: আনোয়ারুল হক, ৩১ মে ২০২২