Home / চাঁদপুর / চাঁদপুরে কৃষিকণ্ঠের একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কৃষিকণ্ঠের

চাঁদপুরে কৃষিকণ্ঠের একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দৈনিক চাঁদপুর কণ্ঠের মাসিক আয়োজন ‘কৃষিকণ্ঠে’র একাদশ প্রতিষ্ঠাবার্ষিকীতে সফল ৬ জন কৃষি উদ্যোক্তাকে সংবর্ধনা প্রদান উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের নবাগত সভাপতি সোহেল রুশদী। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘কৃষিকণ্ঠে’র উৎসাহের মাধ্যমে অনেক কৃষি উদ্যোক্তা তৈরি হয়েছে ও হবে। শোকরিয়া আদায় করছি মহান আল্লাহতা’লার, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। বর্তমানে ভেজাল খাদ্যের ভিড়ে কীটনাশক ছাড়া স্বল্পসংখ্যক কৃষক যেসব কৃষিপণ্য উৎপাদন করেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সাংবাদিকতায় আমার অন্যতম শিক্ষাগুরু চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত। তাঁর প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।

তিনি আরো বলেন, ‘কৃষিকণ্ঠে’র বিভাগীয় সম্পাদক মাওলানা মো. আবদুর রহমান গাজী অনেক কষ্ট করে কৃষি পাতাটির প্রকাশনা অব্যাহত রেখেছেন। দৈনিক পত্রিকার সম্পাদক হিসেবে আমার যে অভিজ্ঞতা, তাতে অকপটে বলতে পারি, নিয়মিত পাতা বের করা একটি চ্যালেঞ্জিং বিষয়। অনেক জাতীয় পত্রিকায়ও এমন কৃষিপাতা বের করা সম্ভব হয়ে উঠে না। চাঁদপুর কণ্ঠ সে কাজটি অব্যাহত রেখেছে। তিনি আরো বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কিন্তু কৃষকরা তার সুযোগ সুবিধা সঠিক মতো পায় না, আমাদের সরকার কৃষকদের জন্যে কাজ করলেও মাঠ পর্যায়ে কৃষকদের কাছে সুবিধা সম্ভব হয়নি। আজকের অনুষ্ঠানটি একটি ব্যতিক্রম আয়োজন। আজকের অনুষ্ঠানের মাধ্যমে অন্য কৃষকরা উৎসাহ পাবে। তিনি বলেন, আপনারা যে প্রেসক্লাবে বসে আছেন এটি একটি ঐতিহ্যবাহী ঐক্যবদ্ধ ও মডেল প্রেসক্লাব। চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকদের মানোন্নয়নে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সিরাজুল ইসলাম, চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, নির্বাহী সম্পাদক মির্জা জাকির ও ম্যানেজার সেলিম রেজা। চাঁদপুর কণ্ঠের সিস্টেম ডেভলপার উজ্জ্বল হোসাইনের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাতীয় শ্রেষ্ঠ খামারী ও শ্রেষ্ঠ ইমাম (২০০৫) মুফতি মোহাম্মদ কেফায়েত উল্লাহ। মৃত মুসলমানদের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন চাঁদপুর জেলার শ্রেষ্ঠ খামারী ও শ্রেষ্ঠ ইমাম (২০২৪) মুফতি শামসুদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ‘কৃষিকণ্ঠে’র বিভাগীয় সম্পাদক মাও. মো. আবদুর রহমান গাজী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইকরা মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক লায়ন গোলাম হোসেন টিটু, সাহিত্য একাডেমীর নির্বাহী সদস্য ও ‘কৃষিকণ্ঠে’র প্রস্তাবক মোখলেছুর রহমান ভূঁইয়া, দৈনিক চাঁদপুর খবরের সিনিয়র সহকারী সম্পাদক শওকত করিম, বাংলা এডিশনের জেলা প্রতিনিধি মুসাদ্দেক আল আকিব, দৈনিক চাঁদপুর প্রতিদিনের সাংবাদিক মো. কামরুল ইসলাম পাটওয়ারী, চাঁদপুর ওয়ান ব্যাংকের কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, বিষ্ণুদী মহল্লা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. ওমর ফারুক ঢালী প্রমুখ।

সংবর্ধিত কৃষি উদ্যোক্তারা হলেন: চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকার বিসমিল্লাহ ডেইরি অ্যান্ড সুইটসের স্বত্বাধিকারী মো. হাবিবুর রহমান বেপারী, চাঁদপুর পৌরসভার কার্য সহায়ক ও পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জিটি রোডস্থ ‘চাঁদবাগানে’র স্বত্বাধিকারী মো. আরিফুর রহমান ঢালী, চাঁদপুর পৌরসভার মির্জাপুর এলাকার মো. তুহিন খান, চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নের গাজী ডেইরী খামার ও পোল্ট্রি খামারের স্বত্বাধিকারী মো. জসিম উদ্দিন গাজী, প্রান্তিক কৃষক মো. বিল্লাল বেপারী এবং ফরিদগঞ্জ উপজেলার ১৫নং রূপসা ইউনিয়নের গব্দেরগাঁও গ্রামের মৎস্য চাষী ও পল্লী এগ্রো ফার্মের স্বত্বাধিকারী ওসমান গনি।

স্টাফ রিপোর্টার 
২৩ জানুয়ারি ২০২৬

About Chandpur Times

This is user group of Chandpur Times Content Editor. this profile use Content Editor Team. Chandpur Times newspaper is the largest and most popular Bengali local news portal of Bangladesh.Always published real story of society and environment.