চাঁদপুরে কৃষিঋণ-দারিদ্রবিমোচনে ১৭৭ কোটি টাকা বিতরণ

চাঁদপুররে ৮ উপজলোয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ২০২০-২১ অর্থবছররে জানুয়ারি পর্যন্ত ১৭৭ কোটি ৮৬ লাখ ৩৯ হাজার টাকা কৃষিঋণ ও দারিদ্রবিমোচন বিতরণ করেছে বলে জেলা কৃষি ঋণ কমিটির এক সূত্রে জানা গেছে । যার বিতরণের হার বরাদ্দের ৬২ % ।

এর মধ্যে রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোতে বিতরণ ছিল ১৪৯ কোটি ৩০ লাখ ৮৮ হাজার টাকা এবং জেলার ২৪টি বেসরকারি ব্যাঙকের বিতরণ ছিল ২৮ কোটি ৫৫ লাখ ৫১ হাজার টাকা ।

ওই সব ব্যাংকে ২০২০-২১ র্অথবছরে বরাদ্দ ছিল ৩৯২ কোটি ২৯ লাখ টাকা বলে ব্যাংকগুলোর মাসিক এক প্রতিবেদন সূত্রে জানা গেছে ।

সংশিষ্ট ব্যাংকের আঞ্চলকি র্কাযালয়ের সূত্র মতে,সোনালী ব্যাংকের ২০ টি শাখার মাধ্যমে জানুয়ারি পর্যন্ত কৃষিঋণ ও দারিদ্রবিমোচন বিতরণ করেছ ৬ কোটি ১৪ লাখ ৩৯ হাজার টাকা।

অগ্রণী ব্যাংকরে ২১টি শাখার মাধ্যমে ১২ কোটি ৩৯ লাখ ৯২ হাজার টাকা ,জনতা ব্যাংকরে ১৫টি শাখার মাধ্যমে ১ কোটি ৮৪ লাখ টাকা, বাংলাদশে কৃষি ব্যাংকরে ২৮টি শাখার মাধ্যমে ১১ কোটি ৯ লাখ টাকা। বিআর ডিবি ১ কোটি ৬৫ লাখ টাকা ।

কর্মসংস্থান ব্যাংকরে ৪টি শাখার মাধ্যমে ৬ কোটি ৭৬ লাখ ৭০ হাজার টাকা, রূপালী ব্যাংকে মাধ্যমে ৯৬ লাখ ৮৫ হাজার টাকা ।বেসরকারি ২৪টি ব্যাংক বিতরণ করে ২৫ কোটি ২৯ লাখ ৬৪ হাজার টাকা।

এ দিকে ওই সব ব্যাংকরে শাখাগুলোতে ২০২০-২১ র্অথবছরে জানুয়ারি পর্যন্ত বকেয়াসহ আদায় করেছে ১৬০ কোটি ৮৩ লাখ ৬১ হাজার টাকা বিভিন্ন গ্রাহকদরে কাছ থেকে আদায় করেছে।

প্রতীকী ছবি

এ ছাড়া ৪৪৫ কোটি ২৩ লাখ বকয়ো হিসেবে জেলার কৃষি,দারিদ্রবিমোচন ও অন্যান্য খাতে পড়ে আছে। ব্যাংকগুলোতে মেয়াদোত্তীর্ণ ঋণের পরিমাণ ৬৫ কোটি ৩৮ লাখ ১৭ হাজার টাকা।

অগ্রণী ব্যাংকের একজন ব্যাংক কর্মকর্তা জানান,‘ বিভিন্ন শ্রেণিভিত্তিক ঋণ আদায়ে অগ্রণী ব্যাংক গ্রাহকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে। ব্যাংক কর্মকর্তগণ যেমন ঋণ আদায় করছে তেমনি তাৎক্ষণিক ঋণ প্রদানও করে যাচ্ছে।’

আবদুল গনি , ২৯ এপ্রিল ২০২১