চাঁদপুরে কৃষিঋণ আদায় ২৪৫ কোটি : বিতরণ ২৬২ কোটি টাকা

চাঁদপুরের ৮ উপজলোয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ২০২২-‘২৩ অর্থবছররে ৩০ জুন পর্যন্ত ২৬২ কোটি ২১ লাখ টাকা কৃষিঋণ ও দারিদ্রবিমোচন খাতে বিতরণ এবং ২৪৫ কোটি ৭৮ লাখ টাকা আদায় করেছে বলে জেলা কৃষি ঋণ কমিটির এক প্রতিবেদন সূত্রে জানা গেছে ।

ওই সব ব্যাংকে ২০২২-‘২৩ র্অথবছরে বরাদ্দ রয়েছে ৩০৫ কোটি ৫১ লাখ ৬৮ হাজার টাকা বলে ব্যাংকগুলোর মাসিক এক প্রতিবেদন সূত্রে জানা গেছে ।

সংশিষ্ট ব্যাংকের আঞ্চলকি র্কাযালয়ের সূত্র মতে, সোনালী ব্যাংকের ২০টি শাখার মাধ্যমে এপ্রিল পর্যন্ত কৃষিঋণ ও দারিদ্রবিমোচন বিতরণ করেছ ১৪ কোটি ৯৭ লাখ টাকা ।

অগ্রণী ব্যাংকরে ২১টি শাখার মাধ্যমে ৮৩ কোটি ৪৯ লাখ টাকা, জনতা ব্যাংকরে ১৫টি শাখার মাধ্যমে ৪৬ কোটি ১৮ লাখ টাকা,বাংলাদশে কৃষি ব্যাংকরে ২৮টি শাখার মাধ্যমে ১৯১ কোটি ৬৭ লাখ টাকা।

কর্মসংস্থান ব্যাংকরে ৪টি শাখার মাধ্যমে ১৬ কোটি ৯৭ লাখ টাকা, রূপালী ব্যাংকে মাধ্যমে ৪ কোটির ৯৮ লাখ ৪২ হাজার টাকা এবং বেসিক ব্যাংক ৪০ লাখ টাকা বিতরণ করে । জেলার বেসরকারি ২৪টি ব্যাংক বিতরণ করে ১৩৩ কোটি ৫৩ লাখ ৮৫ হাজার টাকা।

এ দিকে ওই সব ব্যাংকরে শাখাগুলোতে ২০২২-‘২৩ র্অথবছরে মে পর্যন্ত বকেয়াসহ আদায় করেছে ১০৬ কোটি ৭৫ লাখ ৬৪ হাজার টাকা বিভিন্ন গ্রাহকদরে কাছ থেকে আদায় করেছে।

এ ছাড়া ৫২৩ কোটি ৪২ লাখ বকেয়া হিসেবে জেলার কৃষি, দারিদ্রবিমোচন ও অন্যান্য খাতে পড়ে আছে।

অগ্রণী ব্যাংকের একজন ব্যাংক কর্মকর্তা জানান,‘বিভিন্ন শ্রেণিভিত্তিক ঋণ আদায়ে অগ্রণী ব্যাংক গ্রাহকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে। ব্যাংক কর্মকর্তগণ যেমন ঋণ আদায় করছে তেমনি তাৎক্ষণিক ঋণ প্রদানও করে যাচ্ছে।’

আবদুল গনি ,
৭ আগস্ট, ২০২৩

Share