চাঁদপুরে কৃষকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁদপুর সদর থানা কৃষকলীগের আয়োজনে কৃষকলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার (১৯ এপ্রিল) নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে।

আয়োজিত আলোচনাসভায় বক্তারা বলেন, ১৯৭২ সালের এ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবহেলিত কৃষকদের সুসংবর্ধিত করতে বাংলাদেশ আওয়ামী কৃষকলীগ প্রতিষ্ঠা করেন।

মহান মুক্তিযুদ্ধে কৃষকরা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। কিন্তু এখনো কৃষকরা সকল সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। আমরা চাই কৃষকরা যেনো তাদের অধিকার ফিরে পায়। কৃষক বাঁচলে, দেশ বাঁচবে। তার কারণ হলো, কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে অতিকষ্টে ফসল উৎপাদন করে থাকেন। কিন্তু তারা ন্যায্য মূল্য পাচ্ছে না।

মঙ্গলবার সকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান চোকদার, জেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক এমএ ছাত্তার সিদ্দীকি, সদর থানা কৃষকলীগের আহ্বায়ক মো. খায়রুল ইসলাম বিল্লাল, পৌর কৃষকলীগের আহ্বায়ক মো. কুদ্দুস, সদর থানা কৃষক লীগ নেতা, জাহাঙ্গীর আলম, বেলায়েত হোসেন শেখ, হারুন শেখসহ অন্যান্যরা।

About The Author

শরীফুল ইসলাম
Share