চাঁদপুর শহর ও আশপাশের ইউনিয়নগুলোতে কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়ত কুকুরের কামড়ে আহত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্রে জলাতঙ্কের টিকা নিতে ছুটে আসছে।
গত ১৭ জুন থেকে ২৫ জুন পর্যন্ত এক সপ্তাহে ২২ জন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিতে চাঁদপুর সরাকারি জেনারেল হাসপাতালে এসেছে।
এর মধ্যে শিশুর সংখ্যাই বেশি। পাগলা কুকুরগুলো শিশুদের মুখমণ্ডলে বেশি কামড়ে আহত করেছে।
এক সপ্তাহে কুকুরের কামড়ে আহতরা হলো- হাসিব (৯), তামিম আরাফাত (১৬), মাহিন উদ্দিন (৩২), মামুন (৫৫), মিনহাজ (২০), রফিক তালুকদার (২০), রেনু বেগম (৫০), রুপালী (১০), শামিম (২০), ইতি (৩), খাদিজা (২২), নাইম (১৪), রজু (১৯), আল আমিন (১১), সানজিদা ৭), নুরু খান (৬), কাকলি (৫০), মানহা (৬), সুফিয়া বেগম (৭০), আরিসা (২), মাকসুদা বেগম (৪০), ফারজানা (৬০) ও মামুন (১৬)।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, সরকারিভাবে প্রচুর পরিমাণ ভ্যাকসিন তাদের কাছে রয়েছে। তবে কুকুরে কামড়ালে প্রথমে ক্ষতস্থানে সোডা জাতীয় সাবান দিয়ে পরিষ্কার করার জন্য আহত রোগীকে পরামর্শ দিচ্ছেন।
চাঁদপুর করেসপন্ডেট, ২৫ জুন ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur