Home / চাঁদপুর / চাঁদপুরে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় ২৯০০ শিক্ষার্থীর অংশগ্রহণ
কিশোর

চাঁদপুরে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় ২৯০০ শিক্ষার্থীর অংশগ্রহণ

কিশোর কণ্ঠ ফাউন্ডেশন চাঁদপুর শহর শাখার আয়োজনে “কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫”-এর এবারের পরীক্ষায় চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার মোট ২৯০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় একযোগে চাঁদপুর শহর, সদর ও হাইমচর উপজেলার ৭টি কেন্দ্রে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার কেন্দ্রসমূহ হলো আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ, চাঁদপুর, দাসাদী ডি.এস. আই.এস কামিল মাদ্রাসা, চাঁদপুর সদর, চাঁদপুর, লালপুর বালুধুম উচ্চ বিদ্যালয়, চাঁদপুর সদর, চাঁদপুর, মনিহার মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা, চাঁদপুর সদর, চাঁদপুর, শাহ্তলী কামিল (এম.এ) মাদ্রাসা, শাহ্তলী, চাঁদপুর সদর, চাঁদপুর, চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়, চাঁদপুর সদর, চাঁদপুর, দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজ, হাইমচর, চাঁদপুর।

পরীক্ষার হল পরিদর্শন করেন চাঁদপুর সদর ও হাইমচর ৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া, চাঁদপুর বারের সিনিয়র আইনজীবী এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও কিশোর কন্ঠ ফাউন্ডেশন চাঁদপুর শহর শাখার চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম।

পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের চাঁদপুর শহর শাখার কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকবৃন্দ।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীল চিন্তাশক্তি বৃদ্ধি ও প্রতিযোগিতামূলক মানসিকতা গঠনের লক্ষ্যে প্রতিবছর নিয়মিতভাবে এই মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন অব্যাহত থাকবে।

পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার প্রতি আরও অনুপ্রাণিত করবে।

প্রতিবেদক: মুসাদ্দেক আল আকিব/
৩১ অক্টোবর ২০২৫