ফরিদগঞ্জ

‘জননেত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নয়ন কাজ করে যাচ্ছি’

ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের পালতালুক গ্রামে ৩৭ লক্ষ ৪৭ হাজার টাকা ব্যয়ে ২.৪৯ কি. নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। এই নতুন সংযোগের আওতায় ১’শ ৭৯জন গ্রাহক বিদ্যুতের সুবিধা ভোগ করবেন।

শনিবার(২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পালতালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়েরর মাঠে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া এমপি বলেছেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা উন্নয়ন কাজ করে যাচ্ছি। নেত্রী আমাদের যে আদেশ দিবে আমরা তা পালন করবো, কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত হবো। আমাদের সকল কাজ করার সাহস জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মাষ্টারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির -২ টেকনিক্যাল এর ডিজিএম মো. মনিরুল ইসলাম, ১নং ইউনিয়নের চেয়ারম্যান সফিকুর রহমান, ৯নং ইউনিয়নের চেয়ারম্যান সোহের চৌধুরী সুন্দর আলী, কামতা জোনাল অফিসের এজিএম মনির হোসেন, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুর রহমান আজাদ, আ’লীগ নেতা তোফাজ্জল হোসেন বাচ্চু। বক্তব্য রাখেন আহসান হাবীব নেভী, মমিনুল ইসলাম শাকিল, কামরুল, উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম সুজন প্রমুখ।

আতাউ রহমান সোহাগ
: আপডেট, বাংলাদেশ সময় ০৩: ০৫০ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৭, রোববার
ডিএইচ

Share