স্টাফ করেসপন্ডেন্ট, চাঁদপুর টাইমস
চাঁদপুর শহরের যমুনা রোড টিলা বাড়ি এলাকায় শুক্রবার বিকেলে এক কিশোরীর মৃত্যু নিয়ে নানা গুঞ্জন দেখা দিয়েছে।
এলাকার বাসিন্দা মনিজা বেগম জানান, চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকার যমুনা রোড টিলা বাড়ির বাসিন্দা মৃত মানিক মুন্সীর মেয়ে কিশোরী মুন্নী আক্তার (১৩) শুক্রবার দুপুরে স্থানীয় বড়স্টেশন এলাকার একটি আবাসিক বোর্ডিংয়ে শারীরিক নির্যাতনে মৃত্যু হয়েছে। অপরদিকে কেউ কেউ বলছে কিশোরী মুন্নী আত্মহত্যা করেছে।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই নুরুল হকসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ময়না তদন্ত ছাড়া দাফনে বাধা দেয়। পরে কিশোরীর অভিভাবক মহল থেকে জেলা ম্যাজিস্ট্রেটের লাশ দাফনের অনুমতির কাগজ দেখালে পুলিশ থানায় চলে আসে।
মুন্নীর মা মালেকা জানান, “তার মেয়ে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।”
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, “কিশোরীটি মানসিক রোগী ছিলো। এলাকাবাসীর অনুরোধে জেলা ম্যাজিস্ট্রেট ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দিয়েছেন। বিষয়টি নিয়ে ধুম্রজাল সৃষ্টি দুঃখজনক।”
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur