চাঁদপুরে ১৩ বছরের এক কিশোরীকে জোরপূর্বক সম্পর্কের ফাঁদে ফেলে অন্তঃসত্ত্বা করেছে ৬৫ বছরের এক বৃদ্ধ। অবশেষে, বেলভিউ হাসপাতালে সিজারের মাধ্যমে জন্ম নিলো একটি কন্যাশিশু।
ঘটনাটি চাঁদপুর সদর উপজেলার বহরিয়া বাজার সংলগ্ন সাবেক চেয়ারম্যান মনা খানের বাড়ির পাশের বাড়িতে । অভিযুক্ত বৃদ্ধের নাম আবুল খান। তাঁর বয়স ৬৫ বছর। এর আগে তিনি তিনটি বিয়ে করেছেন। তার তিনটি সংসারে তাঁর ৬ টি পুত্র ও ৬ টি কণ্যা সন্তান রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্ত আবুল খান বাড়ির সামনের মুদি দোকান দিয়ে ব্যবসা করত। সেখানেই সুযোগ বুঝে দোকানে আসা সপ্তম শ্রেণির ছাত্রীকে বারবার দোকানের পিছনে নিয়ে নির্যাতন করত। কিছুদিন পর কিশোরী গর্ভবতী হয়ে পরলে বিষয়টি পরিবারের চোখে পড়ে। কিন্তু লজ্জা আর ভয়ের কারণে প্রথমে কিছুই বলতে পারেনি মেয়েটি। পরে পরিবার ঘটনাটি জানতে পারলেও এলাকাবাসীর কাছ থেকে কোনো সমাধান মেলেনি। শেষ পর্যন্ত কিশোরীর বাবা চাঁদপুর মডেল থানায় একটি মামলা করেন।
পুলিশ সুপারের নির্দেশে চাঁদপুর সদর মডেল থানার এসআই মহসিন ভূইয়া ২৪ আগস্ট রোববার অভিযুক্তকে বহরিয়া বাজার থেকে আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে তাকে ধর্ষণ মামলায় আদালতে পাঠানো হয়েছে।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া জানান, আমরা কিশোরীর পিতার কাছ থেকে অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে বহরিয়া বাজার থেকে অভিযুক্তকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছি।
সিনিয়র স্টাফ রিপোর্টার/ ২৫ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur