চাঁদপুর

চাঁদপুরে কাস্টমস এক্সাইজ ও ভ্যাটের রাজস্ব হালখাতা

বাংলা নববর্ষ ১৪২৫ উদযাপনে বৈশাখী উৎসব (রাজস্ব হালখাতা) করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট চাঁদপুর বিভাগ। রোববার (১৫ এপ্রিল) তাতলতা তপাদার মঞ্জিলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজস্ব হালখাতার উদ্বোধন করেন পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।

বৈশাখী উৎসব (রাজস্ব হালখাতা) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাস্টমস এক্সাইজ ও ভ্যাট চাঁদপুর বিভাগের কর্মকান্ড পরিচালিত হয়। কাস্টমস অফিসের বৈশাখের রাজস্ব হালখাতার বিভিন্ন স্টল পরিদর্শন করে করেন অতিথিবৃন্দরা।

এ সময় উপস্থিত ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের ডেপুটি কমিশনার মেহেবুব হক, সদর সার্কেল রাজস্ব কর্মকর্তা মো. ইউনুছ মিয়া, রাজস্ব কর্মকর্তা মো. আয়ুব আলী, সহকারী রাজস্ব কর্মকর্তা মো. হাবিবুর রহমান, সহ-রাজস্ব কর্মকর্তা মো. শাহজাহান, রাজস্ব কর্মকর্তা সুদীপ্ত শেখর দাস, মতলব উত্তর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা আক্তার, চাঁদপুর পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর রেবেকা সুলতানা বকুল।

প্রতিবেদক : শরীফুল ইসলাম

Share