চাঁদপুরে কারেন্ট জাল আটক

আশিক বিন রহিম :

চাঁদপুর নৌ-পুলিশের অভিযানে ৫৫ লাখ বর্গ মিটার কারেন্ট জাল আটক করা হয়েছে। আটককৃত কারেন্ট জাল শুক্রবার সকালে নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নুরুজ্জামান শেখ সহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন, ইনচার্জ মোশারফ হোসেন প্রমুখ।

নৌ পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে এম ফারহানা-৩ ও মানিক-৫ থেকে অভিযান চালিয়ে জালগুলো আটক করা হয়। মুন্সিগঞ্জের কাঠপট্টি এলাকা থেকে এ কারেন্ট জালগুলো লঞ্চে উঠানো হয়। এ জালগুলো হাতিয়া, ভোলা, বরিশাল, পটুয়াখালিসহ দেশের উত্তরাঞ্চলে সরবরাহ করা হয়। নৌ ফাঁড়ির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।

| আপডেট: ০৯:০০ অপরাহ্ণ, ০৪ সেপ্টেম্বর ২০১৫, শুক্রবার

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

Share