কাবিননামা জাল-জালিয়াতি মামলায় চাঁদপুর পৌরসভার ২নং ওয়ার্ডের বিবাহ ও তালাক রেজিস্ট্রার কাজী মোঃ ওমর ফারুক কে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গত মঙ্গলবার চাঁদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলম এর আদালতে হাজির হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন। সিআর ২৯৬/২১ ও জিআর ১৯২/২১ মামলার চার্জশীটভুক্ত ৭নং আসামী কাজী ওমর ফারুক।
আদালত ও আইনজীবীদের সূত্রে জানা যায়, কাজী ওমর ফারুক জালিয়াতির মাধ্যমে মৃত ব্যক্তির নামে তালাকনামা তৈরি করেন। পরে বাদীর দায়ের করা মামলায় আদালতে হাজির হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।
উল্লেখ্য, কাজী ওমর ফারুক চাঁদপুর পৌরসভার পুরানবাজার ২নং ওয়ার্ডের কাজী হয়ে তিনি চাঁদপুর শহরের আদালত এলাকাসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে বিয়ে পড়ানোসহ তালাকের কাজ করছেন বলে অভিযোগ রয়েছে। এর আগেও তিনি চাঁদপুর সদর মডেল থানায় প্রতারনা মামলা ২২/২১৪ দীর্ঘদিন জেল খেটেছেন।
প্রতিবেদক: মাজহাুরুল ইসলাম অনিক, ৩ জুন ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur