চাঁদপুরে কাচ্চি ডাইন ব্রাঞ্চে স্পেশাল র্যাফেল ড্র অনুষ্ঠিত
দেশের জনপ্রিয় রেস্টুরেন্ট কাচ্চি ডাইনের উদ্যোগে স্পেশাল র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় শহরের নিউমার্কেট এলাকায় অবস্থিত চাঁদপুর কাচ্চি ডাইন ব্রাঞ্চের নিচতলায় এই র্যাফেল ড্র অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাচ্চি ডাইনের অপারেশন জিএম মোহাম্মদ সোহেল মাসুদ। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিএফও মোঃ ইশতিয়াক মাহমুদ, এইচআর ম্যানেজার ইফতেখায়রুল আলম, চাঁদপুর ব্রাঞ্চের পরিচালক মোঃ ইয়ামিন, ব্রাঞ্চ ম্যানেজার ইমন ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাশাপাশি বিপুল সংখ্যক গ্রাহক র্যাফেল ড্র অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উপস্থিত অতিথি ও গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
আয়োজকরা জানান, গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং তাদের আগ্রহ ও সন্তুষ্টি বাড়ানোর লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, চাঁদপুর শাখার উদ্বোধন উপলক্ষে কাচ্চি ডাইন কর্তৃপক্ষ স্পেশাল র্যাফেল ড্র অফার ঘোষণা করে। এই অফারের আওতায় গত ২৪ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ৫০০ টাকা বা তার বেশি মূল্যের খাবার কিনলেই গ্রাহকদের জন্য একটি করে র্যাফেল ড্র টোকেন প্রদান করা হয়।
র্যাফেল ড্র-এর আকর্ষণীয় পুরস্কারসমূহের মধ্যে ছিল—প্রথম পুরস্কার একটি মোটরসাইকেল, কুপন নাম্বার: ৪৬৩, মোবাইল নাম্বার: ০১৭০১৫৮০৬৮৬, দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ, কুপন নাম্বার: ৫৮৩৭,মোবাইল নাম্বার: ০১৮৭৫৬২৬৯২৬, তৃতীয় পুরস্কার একটি টেলিভিশন, কুপন নাম্বার: ১৬০৩, মোবাইল নাম্বার: ০১৮৬৬১১৮১৫৪, চতুর্থ পুরস্কার একটি স্মার্টফোন কুপন নাম্বার: ৬০১, মোবাইল নাম্বার: ০১৮১৯৮৪৭৯০৫, এবং পঞ্চম পুরস্কার একটি চার্জার ফ্যান: কুপন নাম্বার: ৪৭৩২, মোবাইল নাম্বার: ০১৯৩৯৬২০৭৩৫।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
৯ জানুয়ারি ২০২৬