চাঁদপুর শহরের চৌধুরীঘাট এলাকায় মের্সাস আলী টেড্রাস নামে এক কলার আড়তে কলার চড়ায় বিষাক্ত ফরমালিন স্প্রে কারার সময় হাতেনাতে শুক্রবার (১৩ অক্টোবর) দু’জনকে আটক করেছে নতুন বাজার ফাঁড়ির পুলিশ।
দুপুরে ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) আনোয়ার হোসেন ও এএস আই কামাল হোসেন সর্ঙ্গীয়ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করেন।
আটককৃতরা হলেন, আলী টেড্রাসের মালিকের ছেলে রুবেল (২৪) ও কর্মচারী মো. সোহাগ হোসেন (২৮)।
নতুন বাজার পুলিশ ফাঁড়ির এস আই আনোয়ার হোসেন জানান, শুক্রবার দুপুরে ১০ নং চৌধুরীঘাট মের্সাস আলী টেড্রাস নামে একটি কলার আড়ৎতে তারা কলার মধ্যে বিষাক্ত ফরমালিন স্প্রে করার সময় তাদের দু’জনকে হাতে নাতে আটক করে নতুন বাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।
পরে শনিবার (১৪ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ১০ হাজার টাকা করে দু’জনকে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিষেক দাস।
প্রতিবেদক : কবির হোসেন মিজি
: আপডেট, বাংলাদেশ ১ : ০০ এএম, ১৫ অক্টোবর, ২০১৭ রোববার
এইউ