চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি বিভাগ ২০১৯-২০২০ অর্থবছরে সাড়ে আট হাজার বিদেশ গমনেচ্ছুদের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করেছে। ১৮ আগস্ট মঙ্গলবার জেলা কর্মসংস্থান ও জনশক্তি বিভাগের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) জসীমউদ্দীন এ তথ্য জানান।
প্রাপ্ত তথ্যমতে,চাঁদপুর জেলার মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে-বিদেশ গমনেচ্ছুদের ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত ১১,৬০০ এবং ২০২০ জুলাই পর্যন্ত ৭,৪২২ জনের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করা হয়েছে।
এছাড়াও করোনা পরিস্থিতির আগে বিদেশ থেকে আসা প্শ্রমজীবী তাদের নিজ নিজ কর্মস্থলে যাওয়া বা অবগতির জন্য জনশক্তি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বরাবর দরখাস্ত করেছে ১ হাজার জন। করোনা পরিস্থিতির পূর্বে ঠিক কতজন দেশে এসেছেন তার কোনো পরিসংখ্যান নেই বা জান যায নি।
মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর ও মালয়েশিয়া এসব প্রবাসীরা করোনার কারণে গত মার্চ মাসের পর থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার কারণে তারা তাদের নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে পারেনি। ফলে তাদের মানসিক অবস্থা খুবই হতাশাব্যঞ্জক ।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক ভারপ্রাপ্ত জসীমউদ্দীন বলেন , ‘ফিঙ্গারপ্রিন্ট প্রদানকারী বিদেশ গমনেচ্ছুদের তিন দিনের যে প্রশিক্ষণ দেয়ার কথা তা করোনা সংকটের কারণে বন্ধ রয়েছে । বিভাগীয় অনুমতি হলেই তা পুনরায় শুরু হবে ।’
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন , ‘ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে মধ্যপ্রাচ্যে সহ-অন্যসব দেশের শ্রমজীবী যারা দেশে ছুটিতে এসে আর ফেরত যেতে পারছে না তাদের বিষয়ে সকল দূতাবাসের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে্। সব দেশই সন্তোষজনক মনোভাব দেখাচ্ছে। ঔ সব দেশ ইতিবাচক । তবে আন্তর্জাতিজ ফ্লাইটগুলো চালু হলেই তারা নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে পারবে ।’
চাঁদপুর কর্মসংস্থান ও জনশক্তি বিভাগের দেয়া তথ্যে জানা গেছে-চাঁদপুর জেলা বাংলাদেশের মধ্যে জনশক্তি রপ্তানিতে ষষ্ঠতম স্থান অর্জন করেছে এবং ২০০৫ সাল ২০২০ সালের জুন পর্যন্ত বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীর সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ২ জন ।
প্রসঙ্গত , প্রবাসীরা দেশে গত ১ মাসে প্রায় ৩৩০ কোটি টাকার রেমিট্যান্স কেবলমাত্র ৪ রাষ্ট্রয়ত্ত ব্যাংকের ৮৩ টি শাখায় বিভিন্ন অর্থলগ্নী সংস্থার মাধ্যমে প্রেরণ করেছে ।
আবদুল গনি , ১৮ আগস্ট ২০২০[/five_sixth]