Home / চাঁদপুর / চাঁদপুরে করোনা শনাক্ত বেড়ে ২২৩৫
চাঁদপুরে করোনাে টেস্ট ল্যাব
চাঁদপুরে করোনাে টেস্ট ল্যাব

চাঁদপুরে করোনা শনাক্ত বেড়ে ২২৩৫

চাঁদপুরে ২৪ ঘন্টায় আরো ৯জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ৩জন, হাইমচরের ১জন ও মতলব দক্ষিণের ৫জন। তবে এদিন কাউকে করোনা থেকে মুক্ত তথা সুস্থ ঘোষণা করা হয়নি।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২২৩৫জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৬জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, ১৮ সেপ্টেম্বর শুক্রবার চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে মোট ১১৭টি রিপোর্ট আসে। এর মধ্যে ৯টি রিপোর্ট করোনা করোনা পজেটিভ। বাকী ১০৮টি রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২২৩৫জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৯০৩জন, ফরিদগঞ্জে ২৫৬জন, মতলব দক্ষিণে ২৪০জন, শাহরাস্তিতে ২১৭জন, হাজীগঞ্জে ১৯৬জন, মতলব উত্তরে ১৯০জন, হাইমচরে ১৫০জন ও কচুয়ায় ৮৩জন।

জেলায় মোট ৭৬জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২১জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১১জন, মতলব উত্তরে ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

বার্তা কক্ষ,১৯ সেপেটম্বর ২০২০