চাঁদপুরে গত ২৪ ঘন্টায় জেলায় আরো ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫জন, হাজীগঞ্জের ৫জন, মতলব দক্ষিণের ১জন, শাহরাস্তির ১জন, ফরিদগঞ্জের ১জন ও কচুয়ার ১জন রয়েছেন। একই দিনে ১৩জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২জন, ফরিদগঞ্জের ১জন, শাহরাস্তির ১জন, কচুয়ার ৪জন ও মতলব দক্ষিণের ৫জন রয়েছেন।
নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৯৭০জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৯০ জন। সুস্থ হয়েছেন ২৭৭৭জন। বর্তমানে চিকিৎসাধীন ১০৩ জন। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পরে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা শত ছাড়ালো।
এছাড়া চাঁদপুর সদর উপজেলায় আক্রান্তের সংখ্যা ১৩শ’ ছাড়ালো।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সারা জেলায় ১১৬জনের নমুনা সংগ্রহ করা হয়। রাতে প্রাপ্ত রিপোর্টে ১৪জনের করোনা শনাক্ত হয়েছে। বাকী ১০২জনের রিপোর্ট করোনা নেগেটিভ।
চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২,৯৭০ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৩০২জন,ফরিদগঞ্জে ৩২৩জন, মতলব দক্ষিণে ৩১২জন, শাহরাস্তিতে ২৬৯জন, হাজীগঞ্জে ২৬০জন, মতলব উত্তরে ২১৭জন, হাইমচরে ১৭৭জন ও কচুয়ায় ১১০জন।
করোনায় জেলায় ৯০ জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৯ জন,হাজীগঞ্জে ১৭জন,ফরিদগঞ্জে ১৪জন, মতলব উত্তরের ১১জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন,মতলব দক্ষিণে ৫জন ও হাইমচরে ১জন।
বার্তা কক্ষ, ২৩ মার্চ ২০২১