চাঁদপুর

চাঁদপুরে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে ২৮২১, চিকিৎসাধীন ৫২

চাঁদপুরে করোনা ল্যাব থেকে ৫১টি রিপোর্টের মধ্যে ২জনের করোনা শনাক্ত হয়েছে।এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৮২১ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৮৮জন। সুস্থ হয়েছেন ২৬৮১জন। বর্তমানে চিকিৎসাধীন ৫২জন।

১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

করোনা শনাক্তের মধ্যে চাঁদপুর সদরের ১জন ও শাহরাস্তির ১জন রয়েছেন। একই দিনে ৮জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৩জন, কচুয়ার ২জন, হাজীগঞ্জের ১জন ও মতলব দক্ষিণের ২জন।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৮২১জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১২৩০জন, ফরিদগঞ্জে ৩১১জন, মতলব দক্ষিণে ৩০৩জন, শাহরাস্তিতে ২৫৬জন, হাজীগঞ্জে ২৩৯জন, মতলব উত্তরে ২১০জন, হাইমচরে ১৭৩জন ও কচুয়ায় ৯৯জন।

করোনায় জেলায় মোট ৮৮জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৮জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১৪জন, মতলব উত্তরের ১১জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৪জন ও হাইমচরে ১জন।

করেসপন্ডেট,১৯ ফেব্রুয়ারি ২০২১

Share