চাঁদপুরে বুধবার আরো ৮জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ৪জন, মতলব উত্তরের ১জন, শাহরাস্তির ৩জন রয়েছেন।
একই দিনে জেলার আরো ১৪জন করোনা থেকে মুক্ত তথা সুস্থ হয়েছেন। এর মধ্যে চাঁদপুর সদরের ২জন, মতলব দক্ষিণের ২জন, মতলব উত্তরের ২জন, শাহরাস্তির ৪জন, হাজীগঞ্জের ২জন ও ফরিদগঞ্জের ২জন সুস্থ হয়েছেন।
এ নিয়ে সিভিল সার্জন অফিসের হিসেব অনুযায়ী জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৭৫জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৫জন।
সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, বুধবার (৫ আগস্ট) ৭৭টি রিপোর্ট আসে। এর মধ্যে ৮টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকী ৬৯টি রিপোর্ট করোনা নেগেটিভ।
চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৮৭৫জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৭৩৫জন, ফরিদগঞ্জে ২১৫জন, মতলব দক্ষিণে ২০১জন, শাহরাস্তিতে ১৯০জন, হাজীগঞ্জে ১৮১জন, মতলব উত্তরে ১৪৭জন, হাইমচরে ১২৮জন ও কচুয়ায় ৭৮জন।
জেলায় মোট ৭৫জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২১জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১০জন, মতলব উত্তরে ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।
সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ আরো জানান, বুধবার পর্যন্ত সংগৃহীত মোট নমুনার সংখ্যা ৬৯৮৪টি। রিপোর্ট এসেছে ৬৮৯৮টি। রিপোর্ট অপেক্ষমান ৮৬টি। তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ১৮৭৫জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১২৫৪জন। চিকিৎসাধীন আছেন ৫৪৬জন।
এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৬৫১জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬২৩জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ২৮জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১০৭৬১জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৮২৯১জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৪৭০জন।
করেসপন্ডেট ৫ আগস্ট ২০২০