চাঁদপুর

চাঁদপুরে করোনা রোগীর সংখ্যা বেড়ে ১৮৫৬ : মৃত ৭৫

চাঁদপুরে সোমবার আরো ৩জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মতলব উত্তরের ২জন ও শাহরাস্তির ১জন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৫৬জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৫জন।

৩ আগস্ট রোববার জেলায় ৩৩জন করোনা থেকে মুক্ত তথা সুস্থ হয়েছেন। এর মধ্যে চাঁদপুর সদরের ১২জন, মতলব দক্ষিণের ২জন, শাহরাস্তির ৪জন, হাইমচরের ৫জন, হাজীগঞ্জের ২জন, মতলব উত্তরের ১জন ও ফরিদগঞ্জের ৭জন সুস্থ হয়েছেন।

সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, সোমবার ১৯টি রিপোর্ট আসে। এর মধ্যে ৩টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকী ১৬টি রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৮৫৬জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৭২৯জন, ফরিদগঞ্জে ২১০জন, মতলব দক্ষিণে ১৯৯জন, শাহরাস্তিতে ১৮৬জন, হাজীগঞ্জে ১৮১জন, মতলব উত্তরে ১৪৬জন, হাইমচরে ১২৭জন ও কচুয়ায় ৭৮জন।

জেলায় মোট ৭৫জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২১জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১০জন, মতলব উত্তরে ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ আরো জানান, সোমবার পর্যন্ত সংগৃহীত মোট নমুনার সংখ্যা ৬৮৩৮টি। রিপোর্ট এসেছে ৬৭৩৮টি। রিপোর্ট অপেক্ষমান ১০০টি। তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ১৮৫৬জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১২০৩জন। চিকিৎসাধীন আছেন ৫৭৮জন।

এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৬৩২জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬০৪জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ২৮জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১০৬৮৫জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৮০৮৭জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৫৯৮জন।

করেসপন্ডেট, ৪ জুলাই ২০২০

Share