চাঁদপুরে রোববার আরো ৮জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ৬জন ও হাজীগঞ্জের ২জন রয়েছেন। একই দিনে জেলায় ১৩জন করোনা থেকে মুক্ত তথা সুস্থ হয়েছেন। এর মধ্যে চাঁদপুর সদরের ৬জন, মতলব দক্ষিণের ৩ জন ও মতলব উত্তরের ৪জন সুস্থ হয়েছেন।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৫৩ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৫জন।
সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, ২ আগস্ট রোববার ১৫টি রিপোর্ট আসে। এর মধ্যে ৮টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকী ৭টি রিপোর্ট করোনা নেগেটিভ।
চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৮৫৩জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৭২৯জন, ফরিদগঞ্জে ২১০জন, মতলব দক্ষিণে ১৯৯জন, শাহরাস্তিতে ১৮৫জন, হাজীগঞ্জে ১৮১জন, মতলব উত্তরে ১৪৪জন, হাইমচরে ১২৭জন ও কচুয়ায় ৭৮জন।
জেলায় মোট ৭৫জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২১জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১০জন, মতলব উত্তরে ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।
সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ আরো জানান, রোববার পর্যন্ত সংগৃহীত মোট নমুনার সংখ্যা ৬৭৫৩টি। রিপোর্ট এসেছে ৬৭১৯টি। রিপোর্ট অপেক্ষমান ৩৪টি। তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ১৮৫৩জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১১৭০জন। চিকিৎসাধীন আছেন ৬০৮জন।
এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৬২৭জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬০২জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ২৫জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১০৬৭৩জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৭৯৫৫জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৭১৮জন।
করেসপন্ডেট,৩ জুলাই ২০২০