চাঁদপুর টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিবুল আহসান চৌধুরী।
তিনি জানান, শুক্রবার রাত ৯ টার ওই নারী জ্বর, গলা ব্যাথা, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন। পরে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। রাত সাড়ে ৯টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তার বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, ‘মৃতের নমুনা সংগ্রহ করা হয়েছে করোনা টেস্টের জন্য। রিপোর্ট আসলে জানা যাবে মৃত মহিলা করোনায় আক্রান্ত ছিলেন কিনা। তবে তার মধ্যে করোনার উপসর্গ বিদ্যমান ছিল।’
এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত নারীকে জেলার হাজীগঞ্জ উপজেলায় তার গ্রামের বাড়িতে স্বেচ্ছাসেবক টিমের সহায়তায় দাফনের প্রক্রিয়া চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রতিবেদক : কবির হোসেন মিজি ও শরীফুল ইসলাম , ১ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur