Home / চাঁদপুর / চাঁদপুরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২২৬৬
চাঁদপুরে করোনাে টেস্ট ল্যাব
চাঁদপুরে করোনাে টেস্ট ল্যাব

চাঁদপুরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২২৬৬

চাঁদপুরে ২৪ ঘণ্টায় আরো ৫জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ৩জন, হাজীগঞ্জের ১জন ও ফরিদগঞ্জের ১জন। একই দিনে করোনা থেকে মুক্ত তথা সুস্থ ঘোষণা করা হয়েছে ৭জনকে। এর মধ্যে চাঁদপুর সদরের ২জন ও হাইমচরের ৫জন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২২৬৬জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৭জন।

সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, বুধবার চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে মোট ৬৪টি রিপোর্ট আসে। এর মধ্যে ৫টি রিপোর্ট করোনা করোনা পজেটিভ। বাকী ৫৯টি রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২২৬৬জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৯১৬জন, ফরিদগঞ্জে ২৫৮জন, মতলব দক্ষিণে ২৪৫জন, শাহরাস্তিতে ২২২জন, হাজীগঞ্জে ১৯৭জন, মতলব উত্তরে ১৯১জন, হাইমচরে ১৫২জন ও কচুয়ায় ৮৫জন।

জেলায় মোট ৭৭জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২২জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১১জন, মতলব উত্তরের ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

বার্তা কক্ষ,২৪ সেপেটম্বর ২০২০